Text size A A A
Color C C C C

জেলা সমবায় কাযালয়, কক্সবাজার।

স্থানীয়সরকার, পল্লী‍উন্নয়নওসমবায়মন্ত্রণালয়এর পল্লী উন্নয়ন ও সমবায়বিভাগেরঅধীনকক্সবাজার জেলায় ১৯৮৪ সালে কয়েকটি উপজেলা সমবায় কাযার্লয়ের নিয়ন্ত্রণকারী/সমন্বয়কারী হিসেবে জেলা সমবায় কাযালয়, কক্সবাজার স্থাপিত হয়। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল হতে ৩ কি.মি. পশ্চিমে- বশির-ছমুদা মঞ্জিল ২য় তলা, প্রধান সড়ক, তারাবনিয়ারছড়া, কক্সবাজার পৌরসভা, কক্সবাজার।