Text size A A A
Color C C C C
পাতা

সাধারণ তথ্য

স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এর পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন সমবায় অধিদপ্তর বাংলাদেশের পল্লী ও শহরাঞ্চলের দরিদ্র-অসহায় জনগোষ্ঠীকে একত্রিভুত করে সমবায় সমিতি গঠনের মাধ্যমে সমবায়ীদের ‍উন্নয়ন তথা সরকারী পতিত জমিতে কৃষি ও মৎস্যচাষ, লবণ উৎপাদন, ক্ষুদ্র ক্ষুদ্র পূঁজি গঠন, হস্ত ও কুঠির শিল্প গঠন এবং ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়নের মাধ্যমে দেশের ‍আর্থসামাজিক অবস্থার ‍উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ন অবদান রাখছে। দারিদ্র বিমোচনের লক্ষ্যে সরকারের জাতীয় কর্মসূচি তথা আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নেও সমবায় গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থয়নে ও উন্নয়ন সহযোগী সংস্থার সহায়তায় সমবায় বিভাগ বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করছে।

 

     স্থানীয়সরকার, পল্লী‍উন্নয়নওসমবায়মন্ত্রণালয়এর পল্লী উন্নয়ন ও সমবায়বিভাগেরঅধীনকক্সবাজার জেলায় ১৯৮৪ সালে কয়েকটি উপজেলা সমবায় কাযার্লয়ের নিয়ন্ত্রণকারী/সমন্বয়কারী হিসেবে জেলা সমবায় কাযালয়, কক্সবাজার স্থাপিত হয়। বর্তমানে একজন বিসিএস কর্মকর্তা সহ অত্র জেলাকে “এ” ক্যাটাগরিতে উন্নীত করা হয়।